
২১ এপ্রিল : জেনে নিন ইতিহাসের পাতায় স্মরণীয় ঘটনা
বরিশাল পোস্ট ডেস্ক : ইতিহাসের পাতায় প্রতিটি দিনই বয়ে আনে নতুন নতুন ঘটনার ধারা। আজ ২১ এপ্রিল বিশ্ব ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা।
বাংলাদেশের ইতিহাসে :
১৯৭১ সালের ২১ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। মুক্তিযুদ্ধের কঠিন সময়ে এই সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নতুন গতিপথ পায়। এটি ইতিহাসে একটি গৌরবময় মাইলফলক হিসেবে চিহ্নিত।
বিশ্বের ইতিহাসে :
১৯১৮ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় বিখ্যাত জার্মান পাইলট ম্যানফ্রেড ফন রিচথফেন, যিনি রেড ব্যারন নামে পরিচিত, ফ্রান্সে একটি বিমান যুদ্ধে নিহত হন
১৯৩০ সালে যুক্তরাষ্ট্রের ওহাইও পেনিটেনশারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩২২ জন বন্দির মৃত্যু হয়, যা মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় কারাগার দুর্ঘটনা
১৯৭৫ সালে দক্ষিণ ভিয়েতনামের প্রেসিডেন্ট নুয়েন ভান থিউ কমিউনিস্ট বাহিনীর অগ্রগতির মুখে পদত্যাগ করেন।
১৯৮০ সালে বস্টন ম্যারাথনে রোজি রুইজ বিজয়ী হন, কিন্তু পরে তার জয় জালিয়াতি হিসেবে চিহ্নিত হয়।
২০১৬ সালে প্রখ্যাত মার্কিন সংগীতশিল্পী প্রিন্স মিনিয়াপোলিসে নিজ বাড়িতে ৫৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।