আন্তর্জাতিকজাতীয়

২১ আগষ্ট | ইতিহাসের পাতায় এই দিনে

২১ আগষ্ট | ইতিহাসের পাতায় এই দিনে






আজ ২১ আগষ্ট: ইতিহাসের একঝলক – গুরুত্বপূর্ণ ঘটনা ও ব্যক্তিত্ব





আজ ২১ আগষ্ট ইতিহাসের একঝলক

বরিশাল পোস্ট ডেস্ক : আজকের দিনে ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় বিশ্বজুড়ে ঘটে যাওয়া স্মরণীয় মুহূর্তগুলো।

গুরুত্বপূর্ণ ঘটনা

  • ১৮৭৮ সালে প্রথম আমেরিকান বার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।
  • ১৯১১ সালে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনা লিসা চুরি হয়।
  • ১৯১৫ সালে ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৯৫৯ সালে হাওয়াই যুক্তরাষ্ট্রের ৫০তম রাজ্যে পরিণত হয়।
  • ১৯৯১ সালে লাতভিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।
  • ২০০৪ সালে ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয়, যেখানে ২৪ জন নিহত এবং শতাধিক আহত হন।

আজকের দিনে জন্ম

  • ১৭৮৯ সালে জন্মগ্রহণ করেন ফরাসি গণিতবিদ অগুস্তাঁ লুই কোশি
  • ১৯৮৬ সালে জন্ম নেন বিশ্বখ্যাত স্প্রিন্টার উসাইন বোল্ট

আজকের দিনে মৃত্যু

  • ১৬১৩ সালে বাংলা শাসনকর্তা ইসলাম খাঁ ও বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁ
  • ১৯৪০ সালে প্রয়াত হন রুশ বিপ্লবী নেতা লিওন ত্রটস্কি
  • ১৯৪৩ সালে মারা যান নোবেলজয়ী ডেনিশ লেখক হেনরিক পন্টোপিডান
  • ২০১৭ সালে পৃথিবীকে বিদায় জানান বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা রাজ্জাক

সূত্র: উইকিপিডিয়া


আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button