
ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট, বরিশাল পোষ্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে আমেরিকা প্রবাসী জনৈক জাহাঙ্গীর আলম কতৃক মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সড়কে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপি।
বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কাজী মো: আজম লিখিত বক্তব্য পাঠ করে বলেন, গত বুধবার ৩০-৪-২৫ তারিখ আমেরিকা প্রবাসী জনৈক জাহাঙ্গীর আলম নিজেকে বিএনপি দলীয় নেতা দাবি করে ভোলা জেলা শহরে একটি সাংবাদিক সম্মেলন করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া প্রচার করে। জনৈক জাহাঙ্গীর আলম ওই সংবাদ সম্মেলনে বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে বিএনপির কর্মী-সমর্থকরা জাহাঙ্গীর আলমের নিজ বাড়ী যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং ৫-৬টি মটর সাইকেল ভাংচুর করে ও তার সমর্থকদের মারধর করে যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
এ্যাড. কাজী মো: আজম বলেন, জাহাঙ্গীর আলম গতকাল যে অভিযোগ করেছে এবিষয়ে আমাদের বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির বক্তব্য হচ্ছে, বিএনপির কোন নেতা কর্মী জাহাঙ্গীর আলম এর বাড়ী যাওয়ার পথে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি অথবা তার সমর্থকদের গাড়ী ভাংচুর বা মারধর করেনি। আমাদের জানামতে জাহাঙ্গীর আলম বোরহানউদ্দিন উপজেলায় প্রবেশ করেনি কিংবা তার কোন সমর্থকদের দৃশ্যমান উপস্থিতি কেউ দেখেনি অথবা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতা কর্মীদের নূন্যতম জানার মধ্যেও ছিলনা।
তিনি আরো বলেন, জাহাঙ্গীর আলম অভিযোগ করেছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে ছাত্রদের কে দিয়ে রাস্তায় তার যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এটা সম্পূর্ণ অবান্তর ও ভুয়া। আপনাদের মাধ্যমে এ জাতীয় অভিযোগের উন্মুক্ত তদন্ত দাবী করছি।
তিনি বলেন, কে এই বিএনপি নামধারী তথাকথিত জাহাঙ্গীর আলম। আজকের এই উন্মুক্ত স্বাধীন পরিবেশ সৃষ্টি হয়েছে ১৭ বছর বিএনপি’র অসংখ্য নেতা কর্মীদের জেল জুলুম ও আত্মত্যাগের মাধ্যমে। বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির হাজার হাজার নেতা কর্মীর নামে মিথ্যা, গায়েবী মামলা ও হামলা হয়েছে। বাড়ী ঘর ছাড়া হয়েছে অসংখ্য নেতা-কর্মী এই দুঃসময়কালীন সময়টি সংক্ষিপ্ত পরিসরের নয়। তারই মাঝে নূন্যতম ক্ষনিকের জন্য হলেও এই জাতীয় ভূঁইফোড় জাহাঙ্গীর আলমদের উপস্থিতি বোরহানউদ্দিনের জনগন ও বিএনপির নেতাকর্মীরা কখনোই অনুভব বা প্রত্যক্ষ করেনি।
বিএনপির এই নেতা আরো বলেন, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: হাফিজ ইব্রাহিম গত ১৭ বছর নিজে জেল-জুলম ও হামলা-মামলার স্বীকার হয়েও বোরহানউদ্দিন-দৌলতখানের জনগনকে নিজের সন্তানের মত আগলে রেখেছেন। আমরা নির্যাতিত নেতা-কর্মীরা তা অন্তরে অনুভব করি। কিন্তু পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসররা পূর্নবাসিত হওয়ার জন্য জাহাঙ্গীর আলমদের ব্যবহার করার ধান্দায় আছেন। এরই প্রক্রিয়ায় আমাদের নেতা হাফিজ ইব্রাহিমের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন ও জনপ্রিয়তা লাঘবের পায়তারা করছে। আমরা বিএনপি পরিবার এবং অত্র অঞ্চলের সাধারন মানুষ তা কখনোই মেনে নেবে না।
বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপি জনৈক জাহাঙ্গীর আলম কতৃক গতকালের সাংবাদিক সম্মেলনে যে মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যে প্রনোদিত বক্তব্য দিয়েছে আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।