
বরিশাল বিভাগভোলা
ভোলায় বজ্রপাতে কাঁকড়া শিকারির মৃত্যু

ভোলা করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : ভোলার মনপুরায় বজ্রপাতে জীবন দাস(৫০) নামের এক কাঁকড়া শিকারি মারা গেছেন। একই সময় উত্তর সাকুচিয়া ও কাজির চর এলাকায় পাঁচটি গরুও মারা যায়।
সোমবার বিকেলে ব্জ্রপাতের ঘটনা ঘটে। জীবন দাস মনপুরা উপজেলার ৫নং কলাতলী ইউনিয়নের হিন্দু আবাসস্থলের বাসিন্দা।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, সোমবার বিকেলে হঠাৎ করে মনপুরায় ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় কাঁকড়া শিকারি জীবন দামের মৃত্যু হয়। বজ্রপাতের সময় তিনি কাজির চরে কাঁকড়া শিকার করছিলেন। এছাড়া ৩জন কৃষকের পাঁচটি গরুও বজ্রপাতে মারা যায়।
মনপুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক জানিয়েছেন, কাঁকড়া শিকারি জীবন দাসের পরিবারসহ ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে সহযোগিতা করা হবে।