
বোরহানউদ্দিনে পরীক্ষা কেন্দ্রে বিএনপির মানবিক উদ্যোগ
বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ
ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট ॥ ভোলার বোরহানউদ্দিনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষাকে কেন্দ্র করে এবার অন্যরকম ভিন্ন উদ্যোগ নিয়েছে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
চৈত্রের প্রখর তাপে এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে আসা শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য তারা বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন সরবরাহ করেছে।
জানা যায়, এবছর এসএসসি পরীক্ষা চৈত্র মাসের প্রখর তাপদাহের মধ্যে শুরু হয়েছে। তাই প্রতিটি কেন্দ্রে নির্ধারিত দূরুত্ব বজায় রেখে অভিভাবকদের জন্য বিশ্রামের জায়গায় খাবার পানি ও স্যালাইন সরবরাহ করা হয়েছে।
ভোলা-২ আসন (বোরহানউদ্দিন-দৌলতখান) এর সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো: হাফিজ ইব্রাহিম এর সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার নির্দেশে, বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের পরিচালনায় সকাল থেকে পরীক্ষা শেষাবধি পর্যন্ত বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন সরবরাহ করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খাঁন জানান, উপজেলার ৫টি পরীক্ষা কেন্দ্রে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাফিজ ইব্রাহিম এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার নির্দেশে আমাদের উপজেলা ও পৌর ছাত্রদলের নেতা-কর্মীরা পরীক্ষার্থীদের অভিভাবকদের তৃষ্ণা নিবারনের জন্য বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন সরবরাহ করেছে। পরীক্ষা শেষ অবদি আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।