ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট বরিশাল পোস্ট : ভোলার বোরহানউদ্দিন পৌরসভার প্রয়াত সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সাইদুর রহমান মিলন মিয়ার নামে প্রতিষ্ঠিত মরহুম সাইদুর মিলন মিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম এর পক্ষে ধানের শীষ মার্কায় ভোট দিতে পৌরসভার জনসাধারণের মাঝে গনসংযোগ করেছেন প্রয়াত মেয়র মিলন মিয়ার দুই সন্তান মেহেদী হাসান সাগর ও মোস্তাফিজুর রহমান শাওন।
রবিবার (২১ সেপ্টেম্বর ) সকাল ১১টায় পৌরসভার ৯ নং ওয়ার্ড থেকে গনসংযোগ শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন এলাকার জনসাধারণের মাঝে লিফলেট বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় তারা পথচারী ও দোকানিদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে হাফিজ ইব্রাহিমের সালাম পৌঁছে দিয়ে আগামী সংসদ নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মার্কা ধানের শীষ মার্কায় ভোট দিতে জনগনকে আহ্বান জানান।
এসময় মিলন মিয়ার বড় ছেলে মেহেদী হাসান সাগর ও ছোট ছেলে মোস্তাফিজুর রহমান শাওন বলেন, আমার বাবা জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে বিএনপির জন্য একজন নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন। বিএনপি গণমানুষের দল, আমরা আমাদের ভোলা-২ আসনের রাজনৈতিক অভিভাবক সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এ অঞ্চলে ব্যপক উন্নয়নের মাধ্যমে বোরহানউদ্দিন-দৌলতখানের মানুষের প্রিয় নেতা হয়েছেন। আমরা প্রত্যাশা করছি বিগত দিনে তার ভালো কাজের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পুনরায় নির্বাচিত হবেন ইনশাআল্লাহ।