
বরিশাল পোস্ট ডেস্ক : বিদ্যুতের ফেরিওয়ালা খ্যাত সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১২ মে) রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
মমতাজ বেগম লোকসংগীতের একজন প্রতিষ্ঠিত শিল্পী। তিনি আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সদস্য হন। পরের দুইবারও নির্বাচিত হন নৌকা প্রতীকে। তবে ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান।
জানা যায়, এলাকায় চাঁদাবাজি ও দলের মধ্যে বিভেদ সৃষ্টিরও অভিযোগও রয়েছে মমতাজের বিরুদ্ধে। সংসদ অধিবেশনে গান শোনানো এবং মাথায় করে বিদ্যুতের ফেরির মন্তব্য নিয়েও সমালোচনার মুখে পড়েছেন। সেই সঙ্গে নিজ এলাকায় মধুমেলা আয়োজন নিয়েও মমতাজের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিলো। এমন সব অভিযোগের কারণেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই খোঁজ নেই মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজের। জনতার মুখোমুখি হবার ভয়েই আত্মগোপনে চলে গেছেন এই গায়িকা।
যদিও নির্বাচনে হারার পর রাজনীতিতে খুব বেশি সক্রিয় ছিলেন না তিনি। তবে পাঁচই আগস্টের পর তাকে আর জনসমক্ষে দেখা যায়নি।