আজ ১লা সেপ্টেম্বর, দলের সকল নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
১৯৭৮ সালের এই দিনে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দীর্ঘ ৪৭ বছরের পথচলায় বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দেশ ও জনগণের কল্যাণে। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৬/১৭ বছর ধরে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরলসভাবে সংগ্রাম করেছেন বিএনপির নেতাকর্মীরা।
দীর্ঘ এই বছরগুলোতে প্রকাশ্যে বিএনপির নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করতে পারেননি।
আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে দেশ ও দেশের জনগণের সার্বিক কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও শান্তিময় বাংলাদেশ গড়ে উঠুক— এই কামনা করি।