স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : বরিশাল পোস্ট-এ প্রকাশিত এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বরিশাল মহানগর বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বরিশাল মহানগর বিএনপির ১নং সদস্য ওমায়ের ইবনে গোলাম কাদির স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- ২০ সেপ্টেম্বর মাল্টিমিডিয়া সংবাদমাধ্যম বরিশাল পোস্ট-এ “বরিশাল প্রেস ক্লাবে ফিল্মি স্টাইলে আওয়ামী লীগ অনুসারীর কাণ্ড” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ বরিশাল মহানগর বিএনপির দৃষ্টিগোচর হলে সংগঠনটির শীর্ষ নেতারা উদ্বেগ প্রকাশ করেন।
প্রেস ক্লাবে সংঘটিত এহেন হামলার ঘটনায় বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া সহ সকল যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ একযোগে নিন্দা জানান। তারা জানান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সাংবাদিকদের নিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া এবং সংবাদমাধ্যমকে নিরাপদ রাখা সবার দায়িত্ব। রাজনৈতিক সহিংসতা ও বিশৃঙ্খলা বরিশালের গণতান্ত্রিক পরিবেশকে কলঙ্কিত করছে বলেও উল্লেখ করা হয়।
বরিশাল পোস্ট-এ প্রকাশিত ভিডিও সংবাদের লিংক : https://www.facebook.com/share/v/164obGRcZf/
উল্লেখ্য, বরিশাল প্রেসক্লাবে সাংবাদিককে হুমকির ঘটনার একটি সংবাদ বরিশাল পোস্ট - এ প্রকাশের পরপরই সমালোচনার ঝড় উঠে। এই ঘটনার নিন্দা জানিয়েছেন অনেকে।