বরিশাল নগরী

বরিশাল নগরীর কেডিসি এলাকা মাদকমুক্তির পথে

বরিশাল নগরীর কেডিসি এলাকা মাদকমুক্তির পথে

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের রাজ্জাক স্মৃতি কলোনি, যা স্থানীয়ভাবে ‘কেডিসি এলাকা’ নামে পরিচিত, দীর্ঘদিন ধরে মাদকের হটস্পট হিসেবে কুখ্যাত ছিল। তবে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগে ধীরে ধীরে বদলে যাচ্ছে চিত্র। গত দুই মাসে এখানে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আটক করা হয়েছে অন্তত ৮০ জনকে।

৫ দশমিক ৮৬ একর আয়তনের এই কলোনিতে ৭৪৫ পরিবারে প্রায় ১০ হাজার মানুষের বসবাস। তবে মাত্র কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থেকে পুরো এলাকার সুনাম ক্ষুণ্ন করে আসছিল। এই অপবাদ থেকে মুক্তি পেতে চলতি বছরের জুনে স্থানীয়দের উদ্যোগে গঠন করা হয় ৫১ সদস্যের ‘মাদক নির্মূল কমিটি’।

কমিটির সহ-সভাপতি মো. ফারুক হাওলাদার বলেন, “আমরা সবাই মিলে প্রাক্তন কাউন্সিলর জয়নাল আবদীনের সাথে যোগাযোগ করি। তিনি সমর্থন দিলেও আক্ষেপ করে জানান, বর্তমানে তার কোনো পদ না থাকায় মাদক ব্যবসায়ীরা তার কথা মানে না। তখন আমরা নিজেরাই সংগঠিত হয়ে কমিটি গঠন করি।”

কমিটির সদস্য সচিব হুমায়ুন কবীর জানান, নারীরা এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন—পাহারায় অংশ নেওয়া থেকে শুরু করে প্রশাসনের কাছে তথ্য দেওয়া ও উঠান বৈঠক আয়োজন—সবক্ষেত্রেই তাদের অবদান ছিল চোখে পড়ার মতো।

কমিটির সভাপতি কামরুল বলেন, “আগে প্রকাশ্যে ব্যাগভর্তি মাদক বিক্রি হতো, এখন তা অনেকটাই কমে এসেছে। তবে যারা গোপনে ব্যবসা চালাচ্ছে, তাদেরও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপপরিচালক তানভির হোসেন খান জানান, কেডিসি এলাকার প্রায় ৩০টি পরিবার মাদক ব্যবসায় জড়িত ছিল। স্থানীয়দের সহযোগিতায় গত ৩ জুলাই এক উঠান বৈঠকের মাধ্যমে মাদকবিরোধী আন্দোলন শুরু হয়। এরপর থেকে দুই মাসে ৮০ জনকে আটক করা হয়েছে, ফলে এলাকার পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, “কেডিসি এলাকায় মাদক নির্মূলে গঠিত কমিটিকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। ইতিমধ্যে তাদের তথ্যের ভিত্তিতে একাধিক অভিযান চালানো হয়েছে। মাদকের বিস্তার রোধে বাকি ব্যবসায়ীদের ধরার চেষ্টা চলছে।”

স্থানীয়দের আশা, এই ধারাবাহিকতা বজায় থাকলে কেডিসি এলাকা একদিন পুরোপুরি মাদকমুক্ত হবে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button