প্রধান শিরোনামবরিশাল নগরীরাজনীতি

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতিসহ আটক ৪

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতিসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লস্কর নুরুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টম্বর) রাতে নগরীর বগুড়া রোড এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালী মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান।

বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতা লস্কর নুরুল হক বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের আস্থাভাজন হিসেবে সুপরিচিত ছিলেন। এছাড়া তিনি আবুল খায়ের আব্দুল্লাহকে মেয়র পদে বিজয়ী করতে নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন।

অপরদিকে কোতয়ালী থানা সূত্রে জানা যায়, নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মন্সুর আলী খান, ১০নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মিরাজ সিকদার ও থানা থেকে পতালক ছাত্রলীগ নেতা জয়কে আটক করেছে পুলিশ।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button