প্রধান শিরোনামবরিশাল

বরিশালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

বরিশালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : বরিশালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো অস্টম শ্রেনীর এক ছাত্রী।

বুধবার (৩ সেপ্টেম্বর) বরিশাল জেলার গৌরনদী উপজেলার বড় দুলালী গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার মাজেদ আলী খন্দকারের ছেলে মোস্তফা খন্দকারের ১৬ বছর বয়সী মেয়ে, বাউরগাতি জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেনীর ছাত্রী, এবং নলচিড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. হারুন মৃধার ছেলে অহেদ হোসেন মৃধার বিয়ে ঠিক হয়। বুধবার দুপুরে বরপক্ষ কনের বাড়িতে বরযাত্রী নিয়ে উপস্থিত হন এবং আপ্যায়ন শেষ হওয়ার পর বিয়ের আসর চলছিল।

এসময় এলাকার লোকজন বিষয়টি উপজেলা প্রশাসনের কাছে জানান। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিয়ে বন্ধ করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। কনের বাবা একটি জন্মসনদ প্রদর্শন করেন, যা পাশ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন পরিষদ থেকে গত ২৭ আগস্ট উত্তোলন করা হয়। জন্মসনদে মেয়ের বয়স ১৯ বছর দেখানো হলেও স্কুলের কাগজপত্র যাচাই করলে বয়স ১৬ বছর প্রমাণিত হয়।

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কনের বাবা ও বরকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে সম্পন্ন না করার জন্য উভয় পক্ষ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের সুপারভাইজার নারায়ন চন্দ্র দে জানিয়েছেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, ইউপি সচিব ও গ্রাম পুলিশের দায়িত্বে নজরদারি রাখা হয়েছে। অভিযানে গৌরনদী মডেল থানা পুলিশ এবং মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবিষয়ে গৌরনদীর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জানিয়েছেন, জন্মসনদ জাল করার ঘটনায় সংশ্লিষ্ট ইউপি সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button