প্রধান শিরোনামবরিশাল জেলা

বরিশালে তহসিলদারের হয়রানির থেকে বাঁচতে চায় এলাকাবাসী!

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট ॥ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আমির হোসেন (তহসিলদার) এর বিভিন্ন অনিয়ম কর্মকান্ড নিয়ে জেলা প্রশাসক এর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১৫ এপ্রিল চরমোনাই ইউনিয়ন পরিষদের সদস্যদের পক্ষে এ অভিযোগ দায়ের করেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাকিল রাড়ী ।

অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন যাবত চরমোনাই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আমির হোসেন (তহসিলদার) সাহেব এর ভূমি কার্যালয়ে গিয়ে সাধারন জনগণ দাখিলা ও পর্চা প্রয়োজনীয় কাগজপত্র আনতে গেলে বিভিন্ন রকমের হয়রানি এবং টাকা পয়সা বায়না করে সঠিক ভাবে কাগজপত্র ও দাখিলা দেয় না। তার দাবীকৃত উপযুক্ত টাকা না দিলে কাগজপত্র ও দাখিলা দিতে হয়রানির শিকার করা হয়। সাধারন জনগন তাহার কাছে জিম্মি হয়ে যে টাকা সে দাবি করে উহা দিয়ে কাগজ পত্র আনতে হয়।

শাকিল রাড়ী আরও অভিযোগ করেন, এলাকার জনগন বিভিন্ন সময় আমার কাছে আমির হোসেন (তহসিলদার) এর ব্যপারে বিভিন্ন সময় অনিয়ম জোড়জুলুম কার্যাকলাপের অভিযোগ করিয়া আসিতেছে। বিগত ইংরেজি ১৫-০৪-২০২৫ ইং তারিখ আমার এলাকায় রাজাকুর খেয়াঘাটে ভূমি সংক্রান্ত বিষয় নিয়া তদন্তে আসে। তখন বাদী ও বিবাদী উভয় পক্ষের কাছে ভিন্ন ভাবে ৪০,০০০/= (চল্লিশ হাজার) টাকা দাবি করেন তহশিলদার। এমতাবস্থায় পাশে থাকা স্থানীয় লোকজন পক্ষ দ্বয়ের কাছ থেকে টাকার কথাটি শুনে আমাকে আমাকে অবিহিত করেন।

আমির হোসনকে ফ্যাসিবাদ, দূর্নীতিবাজ, ঘুষখোর ব্যক্তি আখ্যা দিয়ে চরমোনাই ইউনিয়নের তহসিল অফিস থেকে অন্যত্র সরিয়ে নিয়ে চরমোনাই ইউনিয়নের জনগণকে হয়রানির শিকার হইতে বাঁচার জন্য জেলা প্রশাসকের কাছে দাবী তোলা হয় ওই অভিযোগে।

ইউপি সদস্য শাকিল রাড়ী জানান, চরমোনাই ইউনিয়ন পরিষদের প্রায় সকল সদস্য সম্মতি জানিয়ে অভিযোগপত্রে স্বাক্ষর দিয়েছেন। এমনকি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মুহাম্মাদ জিয়াউল করীম ইউনিয়নবাসীর পক্ষে ওই অভিযোগ পত্রটিতে সুপারিশ করে স্বাক্ষর দিয়েছেন। আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে অনতিবিলম্বে এই তহশিলদারের বিরুদ্ধে তদন্তপূর্বক বিচারের দাবী জানাচ্ছি।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button