প্রধান শিরোনামবরিশাল জেলা

বরিশালে চাঁদা না পেয়ে শিক্ষককে মারধর করলেন বিএনপি নেতা!

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট ॥ বরিশালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য সরকারি বরাদ্দের ১ লাখ ১৫ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেন স্থানীয় প্রভাবশালী বিএনপি কর্মী নুর আলম হাওলাদার। তার দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় উন্নয়ন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও জেলার আগৈলঝাড়া উপজেলার চাউকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কালাম মৃধাকে মারধর করে আহত করা হয়েছে।

গুরুত্বর আহত স্কুল শিক্ষক আবুল কালামকে স্থানীয়রা উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শনিবার (১০ মে) দিবাগত রাতে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১১ মে) দুপুরে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর রহমান বলেন, মামলার অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, চাউকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট ও উন্নয়ন কাজের জন্য উপজেলা নির্বাহী অফিসার ১ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন। ওই কাজের প্রকল্প বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনে হেনা এবং সদস্য সচিব করা হয় সহকারী শিক্ষক মো. আবুল কালাম মৃধাকে।

রবিবার (১১ মে) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক আবুল কালাম মৃধা অভিযোগ করে বলেন, বরাদ্দ পাবার পর থেকেই চাউকাঠী গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে স্থানীয় প্রভাবশালী বিএনপি কর্মী নুর আলম হাওলাদার বরাদ্দকৃত টাকা থেকে তার (সদস্য সচিব) কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় নুর আলম তার ওপর ক্ষিপ্ত হয়। যেকারণে গত ৯ মে দিবাগত রাতে চাউকাঠী বাজারের কাওছারের দোকেনের সামনে বসে নুর আলম হাওলাদার অর্তকিতভাবে তার (শিক্ষক আবুল কালাম) ওপর হামলা চালিয়ে মারধর করে গুরুত্বর আহত করে।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধানশিক্ষক হাসনে হেনা বাদি হয়ে নুর আলমকে আসামি করে শনিবার (১০ মে) দিবাগত রাতে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগের ব্যাপারে বিএনপি কর্মী নুর আলম হাওলাদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button