প্রধান শিরোনামবরিশাল নগরী

বরিশালে আওয়ামী লীগের নৈরাজ্যর আশঙ্কা!

বরিশালে আওয়ামী লীগের নৈরাজ্যর আশঙ্কা!

মেহেদী হাসান, বরিশাল পোস্ট : বরিশাল নগরীতে আওয়ামী লীগের নৈরাজ্যর আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩১ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে মাঠপর্যায়ে শুরু হয়েছে বাড়তি পুলিশিং কার্যক্রম। নগরীর ১৩ স্পটে পুলিশ চেকপোস্টের মাধ্যমে সন্দেহভাজনদের তল্লাশি ও বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা।

জানা যায়, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচি ঘিরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি)।

চিঠিতে বলা হয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার, রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময় বিশেষ গুরুত্বপূর্ণ।

এই সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইনে উসকানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে।

সূত্র বলছে, বরিশালে আওয়ামী লীগ দুটি গ্রুপে বিভিক্ত থাকলেও ৫ আগষ্টের পরে বরিশাল নগরীতে কয়েকবার সরকার বিরোধী বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র অনুসারীদের। অনলাইনেও সক্রিয় থাকতে দেখা গেছে সাদিক অনুসারী বেশ কয়েকজনকে।

অবশ্য ইতিমধ্যে মিছিলে অংশ নেয়া বেশ কয়েকজনকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আওয়ামী লীগের দিকে কড়া নজরদারি রয়েছে। এরইমধ্যে আওয়ামী লীগের তালিকাভুক্ত একজন ১১ মাস পর বরিশালে প্রবেশের সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও নিরাপত্তা বজায় রাখতে নগরীজুড়ে বসানো হয়েছে পুলিশের ১৩টি চেকপোস্ট।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button