পটুয়াখালী

পটুয়াখালীতে তরমুজভর্তি ট্রলার ছিনতাই, ছাত্রদল নেতা গ্রেফতার

পটুয়াখালী করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের মো. মানিক ব্যাপারী নামে এক কৃষকের তরমুজভর্তি একটি ট্রলার বুধবার ছিনিয়ে নেয় সাবেক ছাত্রদল নেতা ও তার সাঙ্গপাঙ্গ।

এ ঘটনায় বুধবার দিবাগত রাতে মো. সাইফুল ইসলাম (৩৫) সহ চারজনের নাম উল্লেখ করে আরও ২৫ জন অজ্ঞাত ব্যক্তির নামে বাউফল থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ২৪,ধারা দেওয়া হয়েছে ১৪৩, ৩২৩, ৩৮৬ ৩৮৭।করা হয়।

ওই মামলায় প্রধান আসামি সাইফুলকে ওই রাতেই গ্রেপ্তার করা হয়েছে। সাইফুল নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। বর্তমানে যুবদলের সক্রিয় সদস্য। তার বাবা মো. এনায়েত হোসেন খান (৫৮) নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তাকেও ওই মামলায় আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুলের বিরুদ্ধে দুটি মাদক মামলাসহ আরও একাধিক মামলা রয়েছে।

সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার ক্ষেত থেকে ৮৬০ পিচ বড় আকারের তরমুজ কেটে ট্রলারে উঠিয়ে বরিশাল নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কৃষক মো. মানিক ব্যাপারী। ওই দিনই দুপুর ১২ টার দিকে বিএনপি নেতা এনায়েত হোসেনের ছেলে সাইফুল দলবল নিয়ে ট্রলারের চালক মো. আরিফকে (১৮) মারধর করে।

এক পর্যায়ে চর রায়সাহেব থেকে তরমুজভর্তি ওই ট্রলারটি ছিনিয়ে নিয়ে নিমদী লঞ্চঘাটের দক্ষিণ পাশে ইটভাটার কাছে নিয়ে নোঙর করে রাখে। খবর পেয়ে কৃষক মানিক ব্যাপারী সেখানে গিয়ে ট্রলারসহ তরমুজ ফেরত চাইলে তিন লাখ টাকা চাঁদা দাবি করে সাইফুল ও তার লোকজন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তরমুজ অন্য ট্রলারে উঠিয়ে নিয়ে যায় সাইফুল। ছয় হাজার টাকার বিনিময়ে ট্রলার ফেরত দেওয়া হয়।

মানিক ব্যাপারী অভিযোগ করেছেন, এ বিষয়ে কাউকে জানালে কিংবা মামলা করলে তাকে খুন করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয় সাইফুল। এসব বিষয়ে বিএনপি নেতা এনায়েত হোসেন বলেন,‘তার ও তার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ তা সত্য না।

বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহাবুদ্দিন হাওলাদার বলেন,‘সরেজমিনে ঘটনার সত্যতা পাওয়া গেছে।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন,‘প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের খুব কম সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।’

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button