স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : সাংগঠনিক কার্যক্রমকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষর করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন এই আহ্বায়ক কমিটিতে নুরুল আমিনকে আহ্বায়ক, সাইফুল ইসলাম আরমানকে সদস্য সচিব এবং আব্দুস সালাম রাঢিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
চিঠিতে আরো বলা হয়েছে, ইউনিয়ন পর্যায়ের যোগ্য, নির্ভরযোগ্য ও ত্যাগী নেতাদের নিয়ে দ্রুত সময়ে সদর উপজেলা বিএনপির পূর্ণ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।
পাশাপাশি ইউনিয়ন কমিটির পূর্ণাঙ্গ কাঠামো গড়ে তুলে সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার নির্দেশও দেওয়া হয়েছে।
অপদিকে এই কমিটি গঠনে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক সদর উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মীরা জানিয়েছেন, জামায়াত নেতাকে ফের সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ঘোষণা করা হয়েছে। আর নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনার প্রধান সমন্ব্বয়কারী হয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক। সদস্য সচিব যাকে করা হয়েছে তাকে অনেকেই চিনেন না। এর আগে যখন প্রতিবাদের ঝড় উঠে তখন জামাত নেতাকে আহবায়ক থেকে বাদ দেয়া হয়েছিলো। আমরা চাই তৃণমূলের পছন্দের কর্মী বান্ধব নেতাকে কমিটিতে চাই। মোটকথা অযোগ্যদের দিয়ে নয়-যোগ্যদের যোগ্য স্থানে চাই।