প্রধান শিরোনামবরিশাল বিভাগভোলা

জামাতকে প্রশ্রয় না দেয়ার আহবান বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের

আওয়ামীলীগ ও তার অংগ সহযোগী সংগঠনের কোন নেতাকর্মীদের আশ্রয় কিংবা প্রশ্রয় না দেয়ার জন্য বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপরি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।

১৮ জানুয়ারী শনিবার বেলা ১১টায় ভোলার বোরহানদ্দিনে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনের বালুর মাঠে পৌর বিএনপি’র মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানিয়েছেন।

পৌর বিএনপির সিনিয়র সভাপতি আলী আকবর পিন্টুর সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন পৌর বিএনপির সহ-সভাপতি বশির আহমেদ, পৌর যুবদলের আহবায়ক হেলাল মুন্সি ও সদস্য সচিব আবু জাফর মৃধা।

প্রতিনিধি সভায় আমৃত্যু দলের জন্য অবদান রাখায় বোরহানউদ্দিন পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র প্রয়াত সাইদুর রহমান মিলন মিয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মিলন মিয়ার বড় ছেলে মেহেদী হাসান সাগর ও ছোট ছেলে মোস্তাফিজুর রহমান শাওনের হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। এছাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত শাহাজান ভাষানী, পৌর বিএনপি প্রয়াত নেতা ইউসুফ হাওলাদার ও পৌর বিএনপি নেতা খোকন ভূইয়াকে সম্মাননা প্রদান কর হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান কবির, সহ-সভাপতি আ: রব হাওলাদার, সাধারন সম্পাদক ইউসুফ বাচ্চু, যুগ্ম সাধারন সম্পাদক সাইদুর রহমান লিটন, শাহাবুদ্দিন বাচ্চু।

এছাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খাঁন, সদস্য সচিব এ্যাড. কাজী মো. আজম, যুগ্ম আহবায়ক হাসান হাওলাদার সহ পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button