প্রধান শিরোনামবরিশাল নগরীরাজনীতি

ছাত্র নেতারাই সেনা প্রধানের সঙ্গে মিটিং করতে গিয়েছিল, সেনা প্রধান ডাকেনি : নূর

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট ॥ সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।

 

সোমবার (২৪ মার্চ) বরিশাল প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদের কর্মী সভায় তিনি এ দাবি করেন।

 

নূর বলেন, ‘গত কয়েকদিনের ঘটনাগুলো দেখে বুঝা যাচ্ছে, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে। এর পেছনে কারা কলকাঠি নাড়ছে তাদের মুখোশ উন্মোচন এখন সময়ের দাবি।’

 

তিনি আরও বলেন, জুলাই-আগষ্ট আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা যখন সেনাবাহিনীর দোহাই দিয়ে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের কথা বলে তখন জনগণের মাঝে উদ্বেগ ও উৎকন্ঠার সৃষ্টি হয়। আমরা জানতে পেরেছি, ছাত্র নেতারাই সেনা প্রধানের সঙ্গে মিটিং করতে সেনা সদরে গিয়েছিল। ছাত্রদের সেনা প্রধান ডাকেনি। গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর বড় ভূমিকা ছিল, তা ভুলে গেলে চলবে না।’

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button