বরিশাল বিভাগভোলা

এনআরবিসি ব্যাংক ক্ষুদ্র ব্যাবসায়ীদের ভাগ্যোন্নয়নে কাজ করছে : হাফিজ ইব্রাহিম

ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট : ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর শহরের সদর রোডে ঢালী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এনআরবিসি ব্যাংক লিমিটেড এর ২৮ তম উপশাখার যাত্রা শুরু হয়েছে।

 

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ১টায় বোরহানউদ্দিন ব্যাংকের এফবিপি এন্ড জোনাল হেড, বরিশাল ও খুলনা জোন এর মোঃ আবদুল হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপশাখার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: হাফিজ ইব্রাহিম।

 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ ইব্রাহিম বলেন, এনআরবিসি ব্যাংক প্রান্তিক মানুষ ও ক্ষুদ্র ব্যাবসায়ীদের ভাগ্যোন্নয়নে কাজ করছে। ব্যাংকের মূল লক্ষ্য ক্ষুদ্র ঋণের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা। আমি আশা করবো এনআরবিসি প্রান্তিক মানুষের কথা মাথায় রেখে মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে তাদের সেবা প্রধান করবে। পাশাপাশি এই বোরহানউদ্দিনের ক্ষুদ্র ব্যাবসায়ীদের জন্য সহজ শর্তে ঋনের ব্যাবস্থা করবে। এসময় তিনি উপস্থিত বাজার ব্যাবসায়ীদের এনআরবিসি ব্যাংকের পাশে থাকার জন্য আহ্বান জানান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: ওবায়দুল হক সাবেক নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, প্রিন্সিপাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট এবং কানেক্টেড এনআরবি ব্যাংক পিএলসি, দৈনিক খবরপত্রর ব্যাবস্থাপনা সম্পাদক আকবর হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খাঁন, উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.কাজী মো: আজম, বোরহানউদ্দিন বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু, উপজেলা যুবদল আহ্বায়ক শিহাব হাওলাদার, যুগ্ন আহ্বায়ক ফখরুল ইসলাম মিঠু, ভোলা শাখা ব্যবস্থাপক মো: আরিফুল হক , বাংলাবাজার শাখা ব্যবস্থাপক মোঃ শহিদুল হক, চরফ্যাশন শাখার ব্যবস্থাপক মোঃ আলাউদ্দিন ও লালমোহন শাখার ব্যবস্থাপক মোঃ শিহাব উদ্দিন, বোরহানউদ্দিন হেড ইনচার্জ মো: আল আমিন সহ সম্মানিত গ্রাহকবৃন্দ, ও বাজার ব্যবসায়ীরা।

 

অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button