
একটি পাথর সরালে জীবন ঝালাপালা করে দেব : সিলেটের ডিসি সারওয়ার

বরিশাল পোস্ট ডেস্ক : একটি পাথর সরালে জীবন ঝালাপালা করে দেব বলে হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর বিকেলে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে তিনটি মিলের পাথর জব্দ করেন।
পরে সেগুলো স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দিয়ে এমন হুঁশিয়ারি দেন।
পরিদর্শনকালে সাংবাদিকদের সারওয়ার আলম বলেন, সাদাপাথর লুটে জড়িতদের একজনকেও ছাড় দেওয়া হবে না। কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন এবং কীভাবে হয়েছে সবকিছু পর্যালোচনা করা হবে।
আর যাতে একটি পাথরও চুরি না হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে। সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা প্রয়োজন তা করা হবে- বলেন তিনি।
সারওয়ার আলম বলেন, জনগণ আমাদের শক্তি। ইতোমধ্যেই জনগণ এই লুটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
পরিদর্শন শেষে ফেরার পথে উপজেলার টুকেরগাঁও এলাকায় অবৈধভাবে মজুদ করা পাথরের বিরুদ্ধে অভিযান চালান তিনি।
এ সময় চাচা ভাতিজা স্টোন ক্রাশার, মেসার্স আল করিম স্টোন ক্রাশার ও নাম না জানা আরেকটি ক্রাশারে থাকা বিপুল পরিমাণ অবৈধ পাথর জব্দের নির্দেশ দেন জেলা প্রশাসক।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া জানান, অবৈধভাবে পাথর মজুদ রাখার অভিযোগে জেলা প্রশাসকের নির্দেশে এসব পাথর জব্দ করা হয়েছে। তবে জব্দকৃত পাথরের সঠিক পরিমাণ সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপের পর জানানো হবে।
সিলেটের পাথর লুটের ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে গত সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। একই দিনে আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।