
আ’লীগ দেশ থেকে ইসলাম বিলুপ্ত করতে চেয়েছিল : ভোলায় মেজর হাফিজ

ভোলা করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : ভোলার লালমোহনে ওলামায়ে কেরাম সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, হযরত মুহাম্মদ (সঃ) এর আদর্শের ধর্ম ইসলাম, আমরা এমন একটি ধর্মের অনুসারী হলেও সঠিকভাবে মানতে চাই না। আমরা দুনিয়ার ভোগ বিলাশে মত্ত হয়ে জীবন কাটাতে চাই। একটা দল ১৬ বছর রাস্ট্র ক্ষতায় থেকে দেশ থেকে ইসলাম বিলুপ্ত করতে চেয়েছিল। তারা ২০১৩ সালে শাপলা চত্বরে যেভাবে নিরিহ মানুষকে হত্যা করেছে, এতো প্লান করে তারা এ ঘটনা ঘটিয়েছে যে এখন পর্যন্ত সেখানে কতোজন মারা গেছে, কিভাবে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে তার প্রকৃতচিত্র এখনো জনসম্মুখে আসেনি। আমরা আশা করবো আগামী দিনে প্রকৃত চিত্র উৎঘাটিত হবে, যারা ্ধরণের হামলা চালিয়েছে, তাদের বিচার হবে।
বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর সকাল ১১টায় লালমোহন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
লালমোহন উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মাওঃ সানাউল্যাহ।
এসময় উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদত শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, মাওঃ কামাল উদ্দিন, মাওঃ হোসাইন আহমেদ, মাওঃ ইমরান হোসেন প্রমূখ।