সারাদেশজাতীয়

আজকের তাপমাত্রা, আপাদত লক্ষণ নেই স্বস্তির!

আজকের তাপমাত্রা, আপাদত লক্ষণ নেই স্বস্তির!

বরিশাল পোস্ট ডেস্ক ॥ দেশজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। রাজশাহী ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, যা চলতি মৌসুমের মধ্যে অন্যতম উচ্চমাত্রার গরম। রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব বিভাগেই চলছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, এই দাবদাহ কয়েকদিন অব্যাহত থাকবে। আগামী ১১ মে থেকে কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও সার্বিকভাবে আপাতত স্বস্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

কোথায় কত গরম?
শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৬টায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা ছিল ৩৫ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এর মধ্যে কিছু এলাকার তাপমাত্রা ছিল রীতিমতো অসহনীয়।

বাতাসে আর্দ্রতার ঘাটতি, গরম আরও তীব্র-
আবহাওয়া অফিস জানায়, দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই অবস্থার কারণে তাপমাত্রা বেড়েই চলেছে। এর সঙ্গে রয়েছে বাতাসে আর্দ্রতার অভাব—যেমন ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা নেমে এসেছে মাত্র ৩৭ শতাংশে। ফলে গরমের অনুভূতি অনেক বেশি তীব্র হচ্ছে।

বৃষ্টি হবে, তবে স্বস্তি নয়-
আবহাওয়া অধিদপ্তর বলছে, ১১ থেকে ১৩ মে পর্যন্ত দেশের কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ এই বৃষ্টি হতে পারে।

তবে, এই বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও তাপপ্রবাহ পুরোপুরি কমবে না বলে আশঙ্কা করা হচ্ছে।

জনজীবনে চরম দুর্ভোগ-
গরমের কারণে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক, শ্রমজীবী মানুষ ও শিশুরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। হাসপাতালগুলোতেও ডায়রিয়া, হিটস্ট্রোক ও পানিশূন্যতার রোগী বাড়ছে।

কী করবেন এই পরিস্থিতিতে?
বিশেষজ্ঞরা বলছেন, তীব্র গরমে সচেতন না হলে হিটস্ট্রোক বা শরীরের পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই বেশি করে পানি পান করা, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং হালকা সুতির কাপড় পরিধান করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button