স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের স্থান ফিরিয়ে দেওয়ার দাবিতে আজ থেকে বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।
আকস্মিক এই ধর্মঘটে জরুরি রোগী পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ায় চরম বিপাকে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।
গতকাল, বুধবার (২৭ আগস্ট) বরিশাল বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সভাপতি ফিরোজ আলম ফেসবুক লাইভে এসে এই ধর্মঘটের ঘোষণা দেন।
তিনি জানান, হাসপাতালের পরিচালকের নির্দেশে বেসরকারি অ্যাম্বুলেন্সগুলোকে হাসপাতালের অভ্যন্তরে পার্কিং করতে দেওয়া হচ্ছে না। ফলে চালকরা অনিরাপদ স্থানে গাড়ি রাখতে বাধ্য হচ্ছেন এবং এর ফলস্বরূপ অনেক গাড়ির ব্যাটারিসহ মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে।
মালিকদের প্রধান দাবি, তাদের জন্য হাসপাতালের ভেতরে একটি নির্দিষ্ট পার্কিং স্থান পুনরায় বরাদ্দ করা হোক। এই দাবি নিয়ে তারা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, হাসপাতাল পরিচালকসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছেন এবং ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়ে তারা ধর্মঘটের ডাক দেন।
ধর্মঘটের কারণে রোগীরা সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে যারা জরুরি চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকা বা অন্য শহরে যেতে চান, তাদের জন্য পরিবহন ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে।
চরফ্যাশন থেকে আসা জিয়াউর রহমান নামের একজন রোগীর স্বজন জানান, তিনি তার অসুস্থ স্বজনকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে চান, কিন্তু সরকারি বা বেসরকারি কোনো অ্যাম্বুলেন্সই পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে কীভাবে রোগীকে ঢাকায় নিয়ে যাবেন, তা নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়েছেন।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে এবং এতে বরিশাল বিভাগের সকল অ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিকেরা অংশ নিচ্ছেন।